ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যেতে বসেছে হাতে বুনানো গামছা ও লুঙ্গির তাঁত শিল্প। সুতা ও রঙের দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে তাঁত শিল্পের মালিকেরা।
এক সময় উপজেলার অধিকাংশ বাড়িতেই দেখা যেতো তাঁতগুলো। কিন্তু সব কিছুর দাম বৃদ্ধিতে উপজেলা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে এসব তাঁতগুলো। গুটি কয়ে বাড়িতে দেখা গেলেও চলছে খুড়িয়ে খুঁড়িয়ে। এখন আর তেমন লাভ হয় না।
ফলে কষ্ট করে হাতে বুনানো গামছা ও লুঙ্গির উৎপাদিত পণ্যে লোকসান গুনতে হচ্ছে। ফলে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাঁত। এসব তাঁতশিল্পকে বাঁচাতে হলে দরকার আর্থিক সহযোগিতা ও স্বল্পসুদে ঋণ প্রদান। এমনটিই মনে করছেন উপজেলার অধিকাংশ তাঁত মালিকেরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/