ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠানে বেচা-কেনা বৃদ্ধি পেয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে লম্বা পাঞ্জাবি, গাল ভর্তি দাড়ি, মহিলার গায়ে বোরখা পরা বিভিন্ন এলাকা থেকে আসা বেশ কয়েকটি প্রতারক চক্র এখন ফুলবাড়ী বাজারে সক্রিয়। তারা বিভিন্ন কৌশলে ব্যবসায়ীককে ধোকা ও অজ্ঞান করে হাতিয়ে নিচ্ছেন টাকা ।
প্রতারনার স্বীকার ফুলবাড়ী হাকিম হার্ডওয়ের এন্ড মেশিনারীজ এর মালিক আজিজুল হাকিম বলেন, গত বৃহস্পতিবার বিকালে পাঞ্জাবী পায়জামা পরা এক ভদ্রলোক তার সাথে থাকা বোরখা পরা একজন মহিলাকে নিয়ে আমার দোকানে আসে এবং নিজেদের ভারতিয় পরিচয় দিয়ে আমাকে বলেন, যে বাংলাদেশী ৫ শত টাকা নোট দেখতে কেমন? আমি সরল বিশ্বাসে আমার ডয়ার থেকে ৫ শত টাকা নোট বের করে তাদেরকে দেখাই। বোরখা পরা মহিলা সেই টাকাটা হাত দিয়ে নেড়ে দেখতে গিয়ে আমার হাতে ঘষা দেয়। তৎক্ষনাৎ আমি একটু অসুস্থি অনুভব করি এবং ঘামতে থাকি। এক পর্যায়ে আমি আমার মুখের ঘাম মুছতে গিয়ে এক প্রকার অচেতন হয়ে পড়ি। তখন তারা আমার ডয়ারে থাকা ২৮ হাজার টাকা নিয়ে চলে যায়। আমি জ্ঞান ফিরে হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন একটু সুস্থ। এর পর আমি আজ বিভিন্ন দোকানে তাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখি আমার মতো প্রায় ৬টি দোকানে তারা গিয়েছিলো কিন্তু কারো কাছে তেমন সুযোগ পায় নাই।
বিষয়টি নিয়ে ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, আমি শুনেছি কয়য়েকটা প্রতারক দল ঈদকে সামনে রেখে ফুলবাড়ী বাজারে ঘোরা ফেরা করছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। এবং আমরা আমাদের লোকজন দিয়ে তাদের খুজে বের করার চেষ্টা করছি। এমন প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে নিজেকেও সচেতন থাকতে হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews