ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের নওদাশালুয়া গ্রামের মধ্য দিয়ে চলা পাকা সড়কের মাঝখানে নির্মিত ব্রীজটি ভেঙ্গে পড়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
তথ্য-সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে রাতের অন্ধকারে মাটি বোঝাই ট্রাক চলাচলের কারনে উক্ত ব্রীজটি ভেঙ্গে পড়ে।
এতে করে জনসাধারণের যাতায়াতের চরম অসুবিধা হচ্ছিল বলে জানান এলাকাবাসী। সম্প্রতি বিষয়টি উপজেলার ৪/৫/ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বর এবং পাঙ্গাসী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ফুলমতি খাতুনের স্বামী বাংলাদেশ কৃষকলীগ রায়গঞ্জ উপজেলা শাখার স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুল হালিম তালুকদারের নজরে এলে তিনি তার সহধর্মিণী ফুলমতি খাতুনের সার্বিক সহযোগিতায় তাৎক্ষনিক ওই ব্রীজটি সংস্কার করার উদ্দ্যোগ গ্রহণ করেন।
সেই আলোকে আব্দুল হালিম তালুকদার তার নিজ অর্থায়নে বাঁশের মাচা ফেলে ব্রীজটি যাতায়াতের উপযুক্ত করেন। এদিকে নিজ অর্থায়নে উক্ত ব্রীজটি সংস্কার করায় আব্দুল হালিম তালুকদার ও তার সহধর্মিণী ফুলমতি খাতুনকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews