ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইইরহাটে গ্রীন ভয়েসের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
গ্রীন ভয়েসের আয়োজনে ১৯ এপ্রিল বিকেলে গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের নেতৃত্বে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সর্ব সাধারণের অংশগ্রহণে এক বর্নাঢ্য ও র্যালি আগ্রাদিগুন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আগ্রাদ্বিগুন এম এল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভার সভাপতিত্ব করেন, গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির।
গ্রীন ভয়েসের নওগাঁ জেলা সমন্বয়ক ফারুক হোসেন সবুজের সঞ্চালনায় “গ্রীন ভয়েস” এর কার্যক্রম এবং সমাজে এর গুরুত্ব বিষয়ে দিক নির্দেশনাম‚লক বক্তব্য প্রদান করেন, আগ্রাদী কোন কলেজের অধ্যক্ষ মুজাফফর রহমান, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী, আগাদিগুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, সাপাহার চান মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, আগাদিগুন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আয়েন উদ্দিন, গ্রীন ভয়েস এর নওগাঁ জেলা সহকারী সমন্বয়ক শাকিল কবির।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews