ধূমকেতু প্রতিবেদক : নাটোরের সদর থানা এলাকা হতে অপহরণ মামলার প্রধান আসামী সোহান (২৭) গ্রেপ্তার ও আসামীর হেফাজত হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৫।
এজাহার সূত্রে জানা যায় যে, আসামী সোহান (২৭), পিতা- কালাম, সাং- তেগাছি, ইউপি- দিঘাপাতিয়া, থানা- নাটোর সদর, জেলা- নাটোর একজন ভেকুর ড্রাইভার। ঘটনার ০১ মাস পূর্বে আসামী সোহান বাদীর চাচাতো ভাইয়ের পুকুর সংস্কারের জন্য বাদীর গ্রামে আসে এবং আসামী বাদী মেয়েকে দেখে বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে আসামী বাদীর মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। বাদী বিষয়টি জানতে পেরে আসামীকে তার মেয়েকে উত্যক্ত করতে নিষেধ করেন। বাদীর মেয়ে বিবিরপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ালেখা করে। গত ইং ০৯/০৫/২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকায় ভিকটিম স্কুলে যাওয়ার জন্য বাড়ী হতে বের হয়ে বিবিরপুকুর বাজারস্থ সান্দ্রে বাসস্ট্যান্ডে যাওয়া মাত্রই আসামী সোহান ও তার সহযোগী আসামীর সহায়তায় অজ্ঞাত সিএনজিযোগে ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠায়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করে।
উক্ত মামলা দায়ের করার পর হতেই আসামী সোহান (২৭), আত্বগোপনে চলে যায়। মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেপ্তারের জন্য সিপিসি-২, নাটোর, র্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। তৎপ্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। র্যাব-৫, নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত প্রধান পলাতক আসামী সোহান (২৭) এর অবস্থান সনাক্ত পূর্বক ইং ১৪/০৫/২০২৪ তারিখ ১৯.৩০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন ৩নং দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ হতে আসামী সোহান (২৭), পিতা- কালাম, সাং- তেগাছি, ইউপি- দিঘাপাতিয়া, থানা- নাটোর সদর, জেলা- নাটোরকে গ্রেপ্তার করে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews