ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ ও জনপ্রতিনিধির সহায়তা এক সৌদি প্রবাসী যুবকের ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার উপজেলার আলিনগর ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার হয়েছেন উপজেলার বাঙাবাড়ী ইউনিয়নে শামপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে সৌদি প্রবাসী যুবক আব্দ্ল্লুাহ (৩৫)।
তার শশুর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান, তার জামাই ঈদ উদযাপন করতে গত এপ্রিল মাসে দেশে আসে। সোমবার রাতে তার জামাই আব্দুল্লাহকে আলিনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের মিষ্ঠুর স্ত্রী জলি খাতুন (৩০) তার স্বামীকে বিদেশ পাঠানোর কথা বলে একই এলাকার আনারুলের বাড়িতে ডেকে নেয়। তার জামাই সরল বিশ্বাসে সেখানে গেলে স্থানীয়দের সহায়তা মিষ্ঠু ও তার স্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
তিনি আরও জানান, ওই মহিলা দূষ্চরিত্রা।তার বিরুদ্ধে এলাকায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে।
এদিকে, মঙ্গলবার (১৪ মে) দুপুরে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আলিনগর ইউপি চেয়ারম্যান একেএম মাসুম ও বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মালেকসহ উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে তিন লাখ টাকায় এ ঘটনা রফাদফা করা হয়। এ ঘটনায় এলাকার বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে।
সালিশে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে এএসআই আব্দুল মালেক বলেন, ওসি স্যারের নির্দেশে দুই চেয়ারম্যানের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেলেকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে। আর্থিক লেনদেনের বিষয়ে আমি কিছুই জানি না। যদি কিছু হয়ে থাকে তবে তাদের মধ্যে হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে এসআই (উপ-পরিদর্শক) আরেফিন বলেন, সোমবার রাতে আলিনগর ইউনিয়নের ইমামনগরে একটি বড় ধরনের ঝামেলা হচ্ছিল। আমি, ওসি স্যারের নির্দেশে সেখানে গিয়ে একজনকে আটক করে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে রাখি। পরের দিন মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যান সভায় চাঁপাইনবাবগঞ্জে ছিলাম। এরপরে কি হয়েছে তা আমি জানিনা।
এ বিষয়ে আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাসুম বলেন, টাকা লেনদেনের বিষয়ে আমি কিছুই জানিনা। আর সালিশেও আমি ছিলাম না। এর আগেও মেয়ে এবং ছেলে এমন ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।মঙ্গলবার ওই মেয়ে নিজ ইচ্ছেতে তার স্বামীকে তালাক দিয়েছে। মঙ্গলবার রহনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনার মীমাংসা হয়েছে। আমাকে ফাঁড়িতে ডাকা হয়েছিল। সেখানে গিয়ে আমি শুধু কাগজে (শালিসনামায়) স্বাক্ষর করে চলে এসেছি। এ প্রসঙ্গে বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান। সোমবার রাতে আলিনগরে একটি ছেলে ও মেয়েকে নিয়ে দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা চলছিল। জনতা উত্তেজিত হয়ে বড় ধরনের ঝামেলার আশঙ্কা করা যাচ্ছিল। সেখানে আমি ফোর্স পাঠিয়েছিলাম। সেখান থেকে ওই ছেলেকে আটক করে আনা হয়েছিল। তারপরে মুচলেকা নিয়ে তাকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ যদি অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। আর টাকা লেনদেনের বিষয়ে আমার কিছুই জানা নেই।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews