ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় মৎস্য আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যান্ত্রিক মৎস্য নৌযানের ৫০ জন সারেং (মাঝী) প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
৩০ ও ৩১মে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য দপ্তর বরিশাল কর্তৃক আয়োজিত সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আমির হোসেন।
প্রশিক্ষক হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কুমার দেব, ও উপ প্রকল্প পরিচালক, সঞ্জিব সন্নামত, SCMFP, বরিশাল বিভাগ, বরিশাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দেবনাথ ও মেরিন ফিশারিজ অফিসার আল আমিনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণে মাছের আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত মাছের গুণগতমান বজায় রাখা ও পরিমাণগত ক্ষতি কমিয়ে আনার ব্যপারে জোর দেয়া হয় এবং এ ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে মৎস্য সংশ্লিষ্ট সকলের সহায়তার আহ্বান জানানো হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew