ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সিনিয়র সাংবাদিক এম এ মালেককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাকস ফাউন্ডেশন এর ‘কৈশোর কর্মসূচির পক্ষ থেকে কৃতি এই সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা গেছে, পিকেএসএফ এর সহযোগিতায় জাকস ফাউন্ডেশন এর ‘কৈশোর কর্মসূচি কার্যক্রমটি কিশোর-কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে কিশোর শিক্ষা-সাংস্কৃতি সামাজিক আচরণ ও ক্রীড়াসহ কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা দিয়ে যাচ্ছে, এ সংক্রান্ত বিভিন্ন সংবাদ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশে বিশেষ অবদান রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ধামইরহাট উপজেলার সিনিয়র সাংবাদিক এম এ মালেক।
সাংবাদিকতার পেশাগত দায়িত্ব থেকে এমন সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ জাকস ফাউন্ডেশন জয়পুরহাটের আওতায় শল্পী শাখা কার্যালয়ে গত ৫ই জুন কৈশোর স্বাস্থ্য মেলায় এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
জাকস এর উপ নির্বাহী পরিচালক আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাকস উপ সমন্বয়কারী মনিরুল ইসলাম, পত্নীতলা আঞ্চলিক ব্যবস্থাপক মাহফুজ্জামান, সহ আঞ্চলিক ব্যবস্থাপক আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, সহ শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম ও ক্রীড়া ব্যক্তিত্ব ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew