ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত বাজার সড়কের বেহাল দশা হয়ে পড়েছে। এ যেন দেখার কেউ নেই।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত ও খানাখন্দ। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যানবাহনের চালকসহ যাত্রী সাধারণ। বিশেষ করে গর্ভবতী মহিলা, অসুস্থ ব্যক্তি ও ইস্কুল কলেজগামী শিক্ষার্থীরা।
উপজেলার শ্রী দাশগাতী গ্রামের ভ্যান চালক আব্দুল হান্নান, আব্দুল মানিক ও গোলাই এবং গ্রামবাঙ্গাসী গ্রামের অটো ভ্যান চালক, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম ও রমজান আলী জানান, সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে আর গর্তের কারণে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে আমাদের মত ইজিবাইক, সিএনজি ও অটোভ্যান চালকদের।
এমতাবস্থায় উপজেলার হাটপাঙ্গাসী ফজলের মোড় থেকে পাঙ্গাশী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত হাটপাঙ্গাসী বাজার সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এ পথের হাজারো জনসাধারণ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew