ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে।
উৎসব মুখর পরিবেশে বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর পুকুরে সমবেত হয় এবং পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন সমগ্র অনুুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
অবমুক্ত শেষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী।
তিনি মৎস্যচাষের গুরুত্ব, আধুনিক পদ্ধতি এবং সরকারি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম মাজেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, সমাজসেবা অফিসার সাজেদুর রহমান।
এসময় জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী প্রমুখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম কর্মী, মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।
সবশেষে উপজেলার সফল মৎস্যচাষী সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানসহ তিন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew