ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : অবৈধভাবে ভারতে প্রবেশ রোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।
বুধবার (১১ সেপ্টেম্বর) ১৬,বিজিবির বাঙাবাড়ী বিওপির অন্তর্গত শিবরামপুর রেল সীমান্ত এলাকা সরজমিন পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে।
এসময় ওই সীমান্তে বিজিবি সদস্যদের সাইকেলে সীমান্ত এলাকা টহল দিতে দেখা গেছে।
টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে এ সীমান্তে বিজিবির সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। তাছাড়া সীমান্ত এলাকায় জনসাধারণকে সীমান্তের কাছে না যেতে মাইকিং করে সতর্ক করা হয়েছে।
১৬,বিজিবির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবদুল ওয়াদুদ জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
এছাড়া, গত কয়েক দিন আগে বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে।যার মধ্যে গোমস্তাপুর উপজেলার ৫২ কিলোমিটার সীমান্ত রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew