ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠ একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ। উক্ত খেলার মাঠটি, স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কেজি স্কুলগুলোর ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য একমাত্র খেলার মাঠ এটি। তাছাড়া আশপাশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একমাত্র ভরসা এই মাঠটি। কিন্তু সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।
বছরের অধিকাংশ সময় ব্যবহার অনুপযোগী হয়ে থাকে। মাঠের চারপাশে দোকান পাট ও বাড়িঘর নির্মাণের ফলে পানি নিষ্কাশন হতে না পারা এবং দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধত। আর শুকনো মৌসুমে আশপাশের স্থানীয় ব্যবসায়ীরা ধানের সময় ধান, সরিষার সময় সরিষা, পাটের সময় পাট, গম ও ভূট্টা শুকানোর জন্য গুরুত্বপূর্ণ খেলার মাঠটিই ব্যবহার করে থাকেন।
এছাড়াও শনিবার ও মঙ্গলবার হাটবারে স্কুল এন্ড কলেজ মাঠের অধিকাংশ এলাকা জুড়ে থাকে হাঁস-মুরগি ও চারা গাছ ব্যবসায়ীদের দখলে। ফলে সারা বছরই খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এমতাবস্হায় উক্ত খেলার মাঠটি দখল মুক্ত ও জলাবদ্ধতা নিরসনের জন্য প্রশাসনের কার্যকরী ভূমিকা আশা প্রকাশ করেন স্থানীয় শিক্ষার্থী সহ সচেতন অভিভাবকগণ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew