ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে তিন বাসে আগুন দিয়েছে জনতা। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল রায় জানান, রাতে বলাকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় পৌঁছা মাত্রই এক যুবককে চাপা দেয়। এতে যুবক ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তাকে এলাকার লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এলেও তারা জনতার ভয়ে আগুন না নিভিয়েই ফিরে যায়।
ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, স্থানীয় লোকজন তিনটি বাসে আগুন দিয়েছেন। একটি বাস পুরোপুরি পুড়ে গেছে। ঘটনাস্থলে উত্তেজিত জনতার ভিড় থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew