ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ ও সেনাবাহিনীর আটজন সদস্য আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাতে একটি উদ্ধার অভিযান পরিচালনার সময় হামলার এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘একটা স্ট্যাটাস লেখাকে কেন্দ্র করে হাজারী গলিতে উত্তেজনা তৈরি হয়। আমরা স্ট্যাটাস লেখা ওই ব্যক্তিকে উদ্ধার করতে গেলে স্থানীয় লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা বিভিন্ন ভবনের ছাদের ওপর থেকে আমাদের ওপর অ্যাসিড ও ইট পাটকেল ছুঁড়ে। আমরা চলে আসার সময়ও গলির লোকজন আমাদের ওপর হামলা করতে থাকে।’
জানা যায়, মোহাম্মদ ওসমান নামের এক ব্যক্তি সনাতনী ধর্ম নিয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি হাজারী গলিতেই থাকেন। নগরীর আন্দরকিল্লায় অবস্থিত হাজারী গলি সনাতন ধর্মের লোক অধ্যুষিত এবং চট্টগ্রামের বেশিরভাগ স্বর্ণালঙ্কার তৈরির কারখানাও এখানে অবস্থিত।
পুলিশ জানায়, ওসমান ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর সনাতন ধর্মের লোকেরা ক্ষেপে যান। খবর পেয়ে সম্ভাব্য খারাপ পরিস্থিতি ঠেকাতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওসমানকে উদ্ধার করতে যান। তখনই এলাকার লোকজন তাদের ওপর হামলা করেন।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘স্ট্যাটাস দেওয়া ওই ব্যক্তিকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি।’
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew