ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় এন্দোয়া ফুটবল মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। গ্রীণ ভয়েস, আগ্রাদ্বিগুন ফুটবল টিম, হৃদয় মানবতাবাদী গোষ্ঠী, সোনালী স্বপ্ন ও তরুন প্রজন্মের উদ্যোগে এবং মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় ১নং ধামইরহাট ইউনিয়নের বিপরীতে ২নং আগ্রাদ্বিগুন ইউনিয়ন একাদ্বশ চুড়ান্ত এই খেলায় অংশগ্রহণ করে।
মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রীণ ভয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ছিব্বির আহমেদ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ইউপি চেয়ারম্যান ও টিম লিডার কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ছালেহ উদ্দিন আহমেদ, সমাজসেবক আব্দুল লতিফ মীর, সাবেক ইউপি চেয়ারম্যান আ. মান্নান, প্রধান শিক্ষক মুকুল হোসেন, বেনজির আহমেদ, অমল চন্দ্র ঘোষ, সঞ্চালক আবু সুফিয়ান খান বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মিনহাজুল হক সরকার শিবলী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল বারী, সোনালী স্বপ্নের প্রধান সমন্বয়ক আসাত প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় বিজয়ী দলকে ৪০ হাজার টাকা মুল্যমানের ট্রফি ও বিজিত দলতে ২০ হাজার টাকার ট্রফি প্রদান করা হবে। খেলায় ধারাভাস্য প্রদান করেন দিনাজপুর থেকে আগত দেশবরেন্য ধারাভাস্যকার আসাদুজ্জামান।