ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামের ব্রিজ সংলগ্ন দুই পাশের রাস্তা দীর্ঘদিন ধরে ভেঙে মৃত্যুর ফাঁদে পরিণত হয়, রাস্তাটি এলাকার সহজ সরল যাতায়াতের একমাত্র মাধ্যম, এলাকার মানুষের যাতায়াতের পাশাপাশি স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও কৃষকের জমির কৃষি পণ্য নেওয়া অসুবিধা হচ্ছিলো।
শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশ নামক একটি প্রতিষ্ঠান রাস্তাটি সংস্কারের কাজ সম্পন্ন করে। ফাউন্ডেশনের সমন্বয়ক মো: জিয়াউর রহমান বলেন,রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘদিন রাস্তাটি সরকারিভাবে সংস্কার না হওয়ায় আমাদের শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার সবার সহযোগিতায় রাস্তাটি সংস্কার করেছি।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হুমায়ুন কবিরের ছেলে মুহাম্মদ জানান, এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করতে পেরে আমরা আনন্দিত।
এদিকে হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান ও এলাকার বিশিষ্ট জনেরা বলেন শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকায় রাস্তা সংস্কার অসহায় হতদরিদ্র মানুষের সাহায্য সহ সংস্থাটি বিভিন্ন সমাজ কর্ম কাজ করে চলছে।
এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির রাশেদুজ্জামান বলেন বিষয়টি আমি স্থানীয় লোকের মাধ্যমে জানতে পেরেছি, ফাউন্ডেশনের সকল সদস্যকে স্বাগত জানাই, তিনি আরও বলেন সরকারের পাশাপাশি আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্বে থেকে সমাজের অসমাপ্ত কাজ করার আহ্বান জানান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew