ধূমকেতু প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় ০১ টি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড গুলি, ০১ টি হাত বোমা, ০১ টি চাইনিজ কুড়াল ও ০১ টি চাকুসহ ০২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। রোববার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন দেবোত্তর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার আটঘরিয়া ধানাধীন দেবোত্তর এলাকার মাহবুবুল করিম মকুলের ছেলে শাহরিয়ার করিম পার্থ (২৪) ও ধলেশ^র পূর্ব পাড়া এলাকার বকুল প্রামানিকের ছেলে লিটন প্রামানিক (২৪)।
র্যাব-১২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন দেবোত্তর সাকিনস্থ কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় এর সামনে অভিযান চালিয়ে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ০১ টি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড গুলি, ০১ টি হাত বোমা, ০১ টি চাইনিজ কুড়াল ও ০১ টি চাকু জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। জনসাধারণকে অস্ত্র ও গোলা-বারুদের ভয় দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার আটঘরিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।