ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন বøক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু’র সভাপতিত্বে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শাহাদুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), আহসান শহীদ সরকার, বীজ প্রত্যায়ন কর্মকর্তা গাজিউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য ও কৃষক আফছার আলী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম। এরপূর্বে বেলা ১১ টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংড়া খালাস গ্রামে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।