ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য আমাদের উচিৎ প্রতিটি স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখা, বাসা বাড়িতে ফুল গাছের টবে এবং বাড়ির কোনায় পানি জমতে না দেয়া।