ধূমকেতু প্রতিবেদক, পোরশা : সারাদেশে হেফাজতের ডাকা হরতালের সমর্থনে নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা অবস্থান ধর্মঘট করেছে। সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ের সামনে রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা ওই ধর্মঘট করেন।
এতে নেতৃত্বদেন উপজেলা শাখার সভাপতি তৈয়ব শাহ্ চৌধুরী।
এসময় ধর্মঘটে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা শাখার ১০ থেকে ১৫ জন সদস্য অংশগ্রহণ করেন। অপরদিকে পোরশা উপজেলায় হরতাল পালন হয়নি। হরতাল চলাকালীন সময় হেফাজতের কোন নেতাকে দেখা যায়নি। এসময় রাস্তায় যানবাহন চলাচল করতে দেখাগেছে এবং সকল দোকান পাঠ খোলা ছিল।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news