ধূমকেতু নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজী ও দাগনভূঞায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন।
সোনাগাজী উপজেলার তাকিয়া সড়কে ও দাগনভূঁঞা উপজেলার দুধমুখাবাজার এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের নবীউল্যাহ বাজারসংলগ্ন ওমর আলী সারেংবাড়ির আবদুল আজিজ খোকনের ছেলে মো. ফাহাদ (২০) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের মো. দুলালের ছেলে মো. রিয়াদ (১৯)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী পৌরসভার তাকিয়া রাস্তার মাথায় ইরানি হোটেলের সামনে কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
স্থানীয় লোকজন মোটরসাইকেলচালক মো. ফাহাদ হোসেনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানচালক ও হেলপারকে আটক করা হয়েছে।
অন্যদিকে রাত ১০টার দিকে দাগনভূঞা উপজেলার দুধমুখাবাজারসংলগ্ন উলাল মিয়ারটেক নামক স্থানে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন নিহত হয়েছেন।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।