ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় একটি ধানবোঝাই ভটভটি উল্টে পুকুরে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার চকদৌলিয়া গ্রামের মতিউর রহমানের বাড়ির সামনের পুকুরে এ ঘটনাটি ঘটেছে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামের ভুট্ট মিয়ার ছেলে আব্দুল মজিদ (২৮) ও কাশিমালা গ্রামের মৃত দছির উদ্দিনের ছেলে লিটন হোসেন (৩৬)। গুরুতর আহত ভটভটির চালক ছুম্মা হোসেন (২৩) কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধানবোঝাই ভটভটিতে চড়ে ৪-৫ জন শ্রমিক ভান্ডারপুর বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে চকদৌলিয়া গ্রামের মতিউর রহমানের বাড়ির সামনে ভটভটিটি উল্টে পুকুরে পড়ে যায়। অন্যরা লাফ দিয়ে রক্ষা পেলেও দুই শ্রমিক পুকুরের পানিতে ধানের বস্তার নিচে চাঁপা পড়েন। স্থানীয় লোকজন এসে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
বৃহস্পতিবার রাত ১২টায় ঘটনাস্থলে ছিলেন বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম তিনি বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। পুকুরসংলগ্ন কাঁচা রাস্তায় বৃষ্টির পানি আটকে গর্তের সৃষ্টি হয়। ভটভটিতে আলোর স্বল্পতা ছিল। চালক দেখতে না পেয়ে ওই গর্তের ওপর ভটভটি তুলে দিয়েছিলেন। তখন গর্তে ভটভটির চাকা দেবে উল্টে পুকুরে পড়ে যায়। পুকুরের পানিতে ধানের বস্তায় চাপা পড়ে মজিদ ও লিটন মারা যান।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, নিহত দুজন ধান কেনাবেচার শ্রমিক ছিলেন।