ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ব্যতিক্রমী উদ্যোগে নিয়েছেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। করোনা পরিস্থিতি মোকাবিলায় নিজ ইউনিয়নে জনসচেতনায় প্রচারাভিযান পরিচালনা, মাস্ক, সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি ইউনিয়ন বাসীকে ফলজ-বনজ ও ঔষধি জাতের চারা বিতরণ করেছেন।
মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ৩ জুন বেলা ১১ টায় ১নং ধামইরহাট ইউপি কার্যালয়ে ইউনিয়নের ৮টি ওয়ার্ডের জন সাধারণের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে বারী-১০ জাতের আম, উন্নত জাতের লিচু, মাল্টা, পেপে, পিয়ারা, বিচি বিহীন সিডলেস লেবু, মেহগনিসহ বিভিন্ন জাতের চারা বিতরণ কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তনছের আলী, ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক রফিকুল আতিক কনক, হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক এম এম মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, ধামইরহাট প্রেসক্লাবের সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সিনিয়র সাংবাদিক হারুন আল রশিদ, আব্দুল্লাহেল বাকী, সাংবাদিক পাস্কায়েল হেমরম, অরিন্দম মাহমুদ, ইউপি সদস্য রেহেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে সাংসদ শহীদুজ্জামান সরকারের নির্দেশে উন্নত জাতের পেপেসহ বিভিন্ন চারা বিতরণ করছি, ইতিপূর্বেও বিতরণ করেছি, সর্বমোট ৬ হাজার চারা বিতরণ করেছি, ভবিষ্যতেও সবুজ ও মডেল ইউনিয়ন গড়তে আবার চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।’