ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক গুলো বেশীর ভাগ সময় থাকে তালা বদ্ধ যেন দেখার কেউ নেই। মাসের পর মাস এই অব্যস্থা চললেও উদ্ধর্তন কর্মকর্তারা তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না। ফলে চিকিৎসা সেবা ব্যাহত হয়ে পড়েছে।
জানা যায়, উপজেলার গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ছাড়াও প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। কিন্তু প্রসাশনিক ভাবে তাদের উপর কোন তদারকি না থাকায় কমিউনিটি ক্লিনিক গুলোর কর্মরত কমিউনিটি হেল্থ প্রোভাইডার (সিএইচসিপি)রা তাদের নিজের কাজ ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্থ থাকেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ২৬ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ক্লিনিক গুলো প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খোলা রেখে এলাকার জনসাধারণদের চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও কেউ তা মানছেনা।
গত ৬ ও ৭ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকে বেলা ১১ টায় তালা বদ্ধ। ওই ক্লিনিকে চিকিৎসা নিতে আশা বলরামপুর গ্রামের আনোয়ার, শ্রীরামপুর গ্রামের আহম্মদ আলী, জোসনা বেগম, রাহেলা বেওয়া আপেক্ষমান আরো বেশ কিছু রোগিরা বলেন, আমরা চিকিৎসা নিতে এসেছি সকাল ১০টায় এখনো ডাক্তার অফিসই খোলেনি।
চিকিৎসা নিতে আসা উপস্থিত আরো কয়েক জন বলেন, এখান কার সিএইচসিপি আলমগীর হোসেন জুয়েল শ্রীরামপুর বাজারের পার্শে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান জনসেবা ফার্মেসি রয়েছে তিনি সেখানে বেশী সময় দেন।
এব্যপারে উক্ত ক্লিনিকের সিএইচসিপি আলমগীর হোসেন জুয়েল বলেন, আমি অফিস টাইম বাদে আমার প্রতিষ্ঠানে সময় দিয়ে থাকি।
সেখান থেকে বিলাশবাড়ী ইউনিয়নের ভগবানপুর কমিউনিটি ক্লিনিকে বেলা ১২টায় গিয়ে দেখা যায় তালা বদ্ধ, সেখানকার সিএইচসিপি আইনুল হক মোবাইল ফোনে বলেন, আমি কিছু আগেই চলে এসেছি।
আধাইপুর ইউপির কাশিয়ারা কমিউনিটি ক্লিনিকে দেখা যায় তালা বদ্ধ সেখানকার সিএইচসিপি বিউটি বানু বলেন, আমি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসেছি অফিসিয়াল কাজে।
বদলগাছী উপজেলা সিএইচসিপির সভাপতি জহুরুল ইসলাম বলেন, নিয়ম আছে কমিউনিটি ক্লিনিকগুলো সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা রাখতে হবে। কিন্তু ১২টার পর কোন রোগী না আসায় ক্লিনিকগুলো বন্ধ করে আমরা বাড়ি আসি।
স্থানীয় এলাকাবাসী বলেন, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক গুলো বেশী ভাগ সময় বদ্ধ থাকে। নিয়মিত খোলা না থাকার কারনে চিকিৎসা সেবা নিতে আশা মানুষ ফিরে যেতে বাধ্য হয়।
এবিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা বলেন, সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিক গুলো খোলা রাখার নিয়ম রয়েছে। কিন্তু যদি ঐ সময়ের আগে সিএইচসিপিরা বন্ধ রাখে তাহলে জরুরী ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।