ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানার জামিন লাভ করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুন) বেলা ২টায় নন্দীগ্রাম রানা’র চত্বর অফিসে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন, মোরশেদুল বারী, মখলেছুর রহমান মিন্টু, কালিপদ রায়, জুলফিকার আলী, আনিছুর রহমান আলো, মিজানুর রহমান, মোতাহার আলী, মুক্তার হোসেন, হাফিজুর রহমান নান্টু, সরফুল হক, রাকিবুল হাসান রাজ্জাক, মোফাজ্জল হোসেন, রেজাউল করিম ও তীর্থ সলিল রুদ্র।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-সম্পাদক সানোয়ার হোসেন মিলন, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সহ-সভাপতি আবু নোমান নাদিম, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব ও ছাত্রলীগ নেতা আল-জাহিদ প্রমূখ।
উল্লেখ, পারিবারিক মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর মঙ্গলবার ২৯ জুন জামিন লাভ করেন তিনি।