ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোর পৌরসভার মাস্টার রোলে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের ছাঁটাই না করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে বাংলাদেশ হরিজন ঐক্যপরিষদ জেলা শাখার ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধনে সরকারের কাছে তাদের চাকুরীচ্যুত না করার দাবী জানান তারা।
মানববন্ধন শেষে ঝাড়ু হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে হরিজনরা। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ হরিজন ঐক্যপরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সবুজ জামাদার জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সকল পৌরসভাকে মাস্টাররোলে কর্মরত সকল কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, নাটোর পৌরসভার ৮৮ জন পরিচ্ছন্ন কর্মীর মধ্যে ৫৩ জন মাস্টাররোলে কর্মরত আছে। তারা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের কথা জেনে বুধবার বিকেল থেকেই তাদের ছাঁটাই না করার দাবীতে কর্মবিরতি শুরু করে। করোকালিন সময়ে হরিজনরা এমনিতেই কষ্টে জীবনযাপন করছে। তাই স্থানীয় সরকার মন্ত্রনালয়কে মানবিক দিক বিবেচনায় ছাঁটাই বাতিলের দাবী জানান।