ধূমকেতু নিউজ ডেস্ক : মাথাভাঙ্গা নদী দিয়ে ভারতে ভেসে যাওয়া বৃদ্ধ ওয়াজেদ আলীর মৃতদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে এ লাশ হস্তান্তর করে।
ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার এসআই রাজেন্দ্র কুমার মল্লিক মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। দর্শনা থানার এসআই শরীফুল ইসলাম মৃতদেহ গ্রহণ করেন। বিএসএফ গেঁদে ক্যাম্পের কমান্ডার এসি নগেন্দ্র নাথ, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল বারেক মোল্লা, চেকপোস্ট কমান্ডার হাবিলদার মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
মৃত ওয়াজেদ আলীর ছেলে মাওলানা রুহুল আমীন জানান, গত ২১ সেপ্টেম্বর দুপুরে তার বাবা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যায়। এরপর নদীর স্রোতে লাশ ভেসে ভারতের অভ্যন্তরে চলে যায়। ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণনগর হাসপাতাল মর্গে পাঠায়। পরে বিজিবির মাধ্যমে আবেদন করে ১৮ দিন পর মুতদেহ ফেরত আনা সম্ভব হয়েছে।