ধূমকেতু প্রতিবেদক, পোরশা : সারাদেশের ন্যায় নওগাঁর পোরশায় কেভিড-১৯ প্রতিরোধে মঙ্গলবার গণটিকা দওয়া হবে। উপজেলার ছয়টি ইউনিয়নের ৯ হাজার মানুষকে এ টিকা দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিবস উপলক্ষ্যে বিশেষ এ টিকা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উপজেলায় এ কার্যক্রমের আওতায় প্রতিটি ইউনিয়নে ১ হাজার ৫০০জনকে টিকা প্রদান করা হবে।
এবিষয়ে ছয় ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ওয়ার্ড সদস্যদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় ইউএনও নাজমুল হামিদ রেজা উপস্থিত ছিলেন।