ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে নওগাঁ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা স্বারক ও ক্রেস্ট পেলেন মহাদেবপুর থানার এস আই (নি:) আবু রায়হান সরদার।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুলিশের আই.জি.পি ড. বেনজির আহম্মেদ পি.পি.এম, বি.পি.এম সারা দেশের ৬৪ জেলায় একজন করে কমিউনিটি পুলিশিং অফিসারকে সম্মাননা দেওয়ার জন্য নির্বাচন করেন।
গত শনিবার (৩০ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশিং কমিটির সভাপতি প্রফেসর শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বি.পি.এম সম্মাননা স্বারক ও ক্রেস্ট শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার আবু রায়হান সরদারের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।