ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ঘাস মারা বিষ প্রয়োগ করে পাঁচ বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর উপজেলার বারবাকপুর গ্রামে।
এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে হাসানপুর গ্রামের মৃত হাতেম আলীর পুত্র হাবিবুর রহমান, হারুন, নাসির, খয়বর আলীর পুত্র নয়ন, করিম, মৃত নছর আলীর পুত্র ময়েন, মোজাম এর বিরুদ্ধে বৃহস্পতিবার মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারবাকপুর গ্রামের মোঃ আজগর আলীর ছেলে মোহাম্মদ আলী বারবাকপুর মৌজায় ১.৭৯ একর জমি ক্রয় করে ১৬ বছর যাবত ভোগ দখল করে আসছে। ওই জমির মধ্যে পাঁচ বিঘা জমিতে চলতি মৌসুমে আতব ধান রোপণ করেন। ধান পাকার আগ মূহূর্তে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীগণ ঘাস মারা বিষ প্রয়োগ করে ধানগুলো পুড়িয়ে দেয়। মোহাম্মদ আলী অভিযোগ করেন যে, ওই জমি থেকে তিনি কমপক্ষে ৬৫ মন ধান পেতেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার এস আই জাহিদ হাসান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।