ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহনমুলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা হলরুমে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় ও ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়রে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্যা, ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, ওয়েভ ফাউন্ডেশনের রাজশাহী ডিভিশনাল ফেসিলিটেটর গোলাম কিবরিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাহফুজা মোর্শেদ, সমাজ সেবক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক এমদাদুল হক, কুসুম্বা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী সদস্য মাজেদা বেগম, সদস্য আলম হোসেন প্রমুখ।
শেষে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অনুপ কুমার মহন্তকে সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট অ্যাডভোকেসী নেটওর্য়াক গঠন করা হয়।