ধূমকেতু প্রতিবেদক, পাবনা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়নে কমিটির উদ্যোগে পাবনায় চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল চত্বরে স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক’র বাস্তবায়নে এ বই মেলার বেলুন ও ফেস্টুন উরিয়ে উদ্ধোধন করেন করেন অতিথিবৃন্দ’রা।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা-সিরাজগঞ্জ মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য নাদিয়া ইয়াসমিন জলি, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পৌর মেয়র শারিফ উদ্দিন প্রধান, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা চন্দন ঠাকুর, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা আব্দুল রহিম পাকন প্রমুখ।
এবারের মেলায় ৩৫টি স্টল বসেছে, প্রতিদিন মেলা বিকেল ৩টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রায় ছোট, বড়দের মিলে প্রায় ৪ শতাধিক বই উঠেছে।