ধূমকেতু নিউজ ডেস্ক : পূজার পর তিস্তা ব্যারেজ ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিন বন্ধু। মঙ্গলবার বিকাল ৫টা নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের স্লুইচগেট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন।
নিহতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অপিন চন্দ্র রায়ে পুত্র রিংকু রায় (২২), একই উপজেলার লক্ষনপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের পুত্র দিপ্ত রায় (২২) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসেনজিৎ রায় (২৫)।
স্থানীয়রা জানায়, ৩টি মোটরসাইকেলে ৮ জন আসার সময় একটি মোটরসাইকেল দ্রুত সুইচ গেট পার হওয়ার সময় সুইচ ক্যানেলের নিচে পড়ে যায়। পরে তিনজনকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে মোটরসাইকেলটি যাওয়ার সময় রাস্তা থেকে ৫০ ফিট নিচে গর্তে পড়ে যায়। নিহতের পরিবারের লোকজনকে সংবাদ পাঠানো হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে।