ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশ এর অর্থায়নে ও এসেডো মুক্তি প্রকল্পের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির গরিব ও অতি দরিদ্র, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ৩’শ কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য বিধি মেনে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার মুসলিমপুর গার্লস একাডেমী মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির হতদরিদ্রদের মাঝে এ-কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসরাফুল হক।
কম্বল বিতরনণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ বাংলাদেশের কান্টি ডিরেক্টর শাহেদ ফেরদৌস, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ বাংলাদেশের ফিন্যান্স ম্যানেজার মঞ্জুরুল হক ও প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহ সুফি আল মোতাওয়াক্কেল বিল্লাহ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেনসহ স্থানীয় গনমাধ্যমকর্মী, ইউপি সদস্যবৃন্দ, এসেডো’র ফিনান্স ম্যানেজার, আজাহার আলী, ফিল্ড কো-অর্ডিনেটর, আমিনুল ইসলাম, ডেজী ও সাবিনা ইয়াসমিন, মিলন হোসেন, আদিবাসী নেতা যতিন হেমরম, বিধান সিং ও বাবুলাল টপ্প প্রমুখ।