ধূমকেতু প্রতিবেদক, মোরশেদুল ইসলাম রবি, বগুড়া : ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা, হত্যাকান্ডে নিরপেক্ষ তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও আহত পরিবারে ক্ষতি পূরণের দাবীতে সোমবার বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলার গাবতলী উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
সুজনের উপজেলা কমিটির সদস্য ইফতেখার আহম্মেদ রাঙ্গার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের ও টিএমএসএস’র উপদেষ্ঠা এবং আমেরিকার উচ্চপদস্ত সাবেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাচ্ছু, গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নব-নির্বাচিত চেয়ারম্যান ইউনুছ আলী ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জাকি, কালাইহাটা ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর গুলিতে নিহত পরিবারের বুলবুলি বেগম, হোসনে আরা বেগম, এরশাদ আলী আকন্দ, খোকন মন্ডল।
সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা ও সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি হাফিজুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ সাইন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লেবু, কোষাধ্যক্ষ নুর হাবিব, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শফিকুর রহমান, মাহবুবুর রহমান চপল, ইউসুফ আলী, তানভির হোসেন, কানিজ ফাতেমা, সুরভী আক্তার, আলমাছ আলী খান, এবাইদুর রহামান, আবুল কালাম আজাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত ১৫৭জন নিহত হয়েছে। এর মধ্যে ৫ম ধাপে গাবতলীতেই ১জন সন্ত্রাসীদের হামলায় আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য’র গুলিতে ৪জনসহ ৫জন নিহত হয়েছে। তাই সহিংসতা, হত্যাকান্ডে নিরপেক্ষ তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও আহত পরিবারে ক্ষতি পূরণের দাবী করা হয় আয়োজিত মানববন্ধনে।
উপস্থিত কালাইহাটা এলাকার কয়েকজনসহ নিহত পরিবারের সদস্যরা ভোট কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিট্রেট ও বিজিবি’র সদস্যদের দায়ি করে বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন, ইউনুছ আলী, গাবতলী উপজেলা কমিটির উপদেষ্ঠা প্রভাষক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, সদস্য প্রভাষক কান্তি কুমার রায়, প্রভাষক আবু নছর মোহাম্মাদ আলম, আব্দুস সালাম, সাংবাদিক সাইদুর রহমান সাজু, কাহালু উপজেলা সভাপতি আঃ সাত্তার, শাজাহানপুর উপজেলা সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, শিবগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল ওয়াদুদ ছাড়াও লতিফুল বারী রুবেল, মোরশেদুল ইসলাম রবি, আজিজ আহম্মেদ রুবেল, তাহেরা জামান লিপি, শাহজাহান আলী সুমন, গেরেন চন্দ্র, কালাইহাটা গ্রামের মতিউর রহমান, শাওন সরকার, সাইফুল ইসলাম, রিপন, মামুন, সজিব প্রমূখ।