ধূমকেতু প্রতিবেদক, লালপুর : বাংলাদেশের চিনি শিল্পের বর্তমান অবস্থা ও করনিয় সম্পর্কে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে মিলের ট্রেনিং কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরীর রুহুল আমিন কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর।
মিলের উপ ব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বক্কর, রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবীর, নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (অর্থ) হিরণ্ময় বিশ্বাস, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বৃটিশ আমেরিকান টোবকো এর ডিভিশনাল লিফ ম্যানেজার বেলায়েত আলী আহসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা ফজলুর রহমান, নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাউসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, বাংলাদেশ চিনিকল আখ চাষী ফেডারেশনের সহ সভাপতি মোসলেম উদ্দিন, উত্তরবঙ্গ চিনিকল সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার প্রমূখ।