ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে ইরানি বই মেলা উদ্বোধনের আগ মুহূর্তে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বন্দুকধারীরা সোমবার আফগানিস্তানের রাজধানীতে সবচেয়ে বড় এই বিশ্ববিদ্যালয়টি ঘিরে ফেলে হামলা চালায়। খবর বিবিসি ও আলজাজিরার।
বই মেলার উদ্বোধন উপলক্ষে যখন সরকারি কর্মকর্তাদের জন্য অপেক্ষা করা হচ্ছিলো তখনই হামলা চালানো হয় বলে দেশটির উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ ওবাইদি বিবিসিকে জানিয়েছেন।
বইমেলায় যোগ দিতে সেখানে আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, কয়েক জন বন্দুকধারী ক্যাম্পাসে ঢুকে পড়লে শিক্ষার্থীরা পালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, পলায়নপর শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছুড়েছে। যে শিক্ষার্থীকে তারা দেখেছে তাকেই গুলি করেছে।
এই হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। অন্য কোনো দলও তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।