ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে দুই বাসের সংঘর্ষে কমপক্ষে আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সোমবার (২৫ জুলাই) সকালে উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত দুটি বাসই বিহার থেকে দিল্লি যাচ্ছিল।
এ ঘটনায় স্থানীয় একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, লনি কাটরা থানা এলাকার নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুটি বাসই বিহারের সীতামারহি ও সুপল থেকে দিল্লি যাচ্ছিলো। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল রয়েছে।
তিনি আরও বলেন, আহতদের সিএইচসি হায়দারগড় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য লক্ষ্ণৌ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি