ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের প্রতাবগড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘট্নায় ছয়টি শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে পেছন থেকে মাহেন্দ্র এসে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় এসইউভিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকনজ আহত হয়েছেন।
দেশরাজ ইনারা গ্রামের কাছে প্রায়াগ্রাজ-লখনৌ মহাসড়কে বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা হয়েছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ট্রাকের পেছন দিয়ে ভেতরে ঢুকে যাওয়া মাহিন্দ্র বোলেরো গাড়িটি টেনে বের করা হয়েছে। এটি একেবারে দুমড়েমুচড়ে গেছে।
স্থানীয় পুলিশ সুপার অনুরাগ আরিয়া বলেন, চাকা পাংচার হয়ে গেলে ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। তখন এসইউভি এসে সেটির পেছনের দিকে ধাক্কা দেয়। বিধ্বস্ত গাড়িটি ট্রাকের নিচ থেকে বের করে নিয়ে আসা হয়েছে।
হতাহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে বলেও জানিয়েছেন তিনি। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে হবে। আর বাকি আট নিহতদের সবাই পুরুষ, যাদের বয়স ২০ থেকে ৬০ বছর পর্যন্ত।
পুলিশ সুপার বলেন, আমি হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সহায়তার নিশ্চয়তা দিয়েছি।