ধূমকেতু নিউজ ডেস্ক : লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় মানবপাচার চক্রের সদস্য হিসেবে গ্রেপ্তার হওয়া নরসিংদীর পারভেজ হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি বদরুজ্জমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।
পরে বশির উল্লাহ জানান, গত ২৮ মে মানবপাচারকারীদের হাতে লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা হয়। এসব মামলায় নরসিংদীর পারভেজ হোসেন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
গত ৩ নভেম্বর পারভেজের জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। বৃহস্পতিবার সেই রুলটি যথাযথ ঘোষণা করে তাকে স্থায়ী জামিন দেন আদালত। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হবে বলেও জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।