ধূমকেতু নিউজ ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাইকারী বাজারে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) ভোরে পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগ যৌথ অভিযানে অবৈধ অভিবাসীদের আটক করা হয়।
জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট কমম জুলকিফলি জোনিত জানান, অভিযানের সময় ১৯ বাংলাদেশি, ২৮ ইন্দোনেশিয়ান, ৪৬ মিয়ানমারের নাগরিক এবং ১৩ ভারতীয় নাগরিককে আটক করেছে।
এক বিবৃতিতে জুলকিফলি বলেন, ‘অভিযানের সময় অভিবাসীরা বৈধ শনাক্তকরণ নথি (কাগজপত্র) উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায়, অভিবাসন আইন ১৯৫৯ এর ধারা ৬ (৩) এবং ধারা ৬ (১) (প) সহ বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে। আটকদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় সন্দেহজনক কার্যকলাপ বা অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য সরবরাহের আহ্বান জানিয়ে জুলকিফলি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সন্দেহজনক কার্যকলাপ ও অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার সময়ে সময়ে যৌথ অভিযান চলবে।’