ধূমকেতু নিউজ,আব্দুল্লাহ ইকবাল, ফিনল্যান্ড : ঢাক-ঢোল, আতশবাজি আর হৈ-হুল্লোড়ে একে অপরকে ”হুভা উত্তা ভুয়ত্তা” (ফিনিশ ভাষায় শুভ নব বর্ষ) সম্বোধন করে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছে ফিনল্যান্ডের নাগরীকেরা।
নতুন বছরের আগমনে ফিনল্যান্ডের বিভিন্ন স্থানে হাজারো মানুষ মধ্যরাত পার করে ২০২৫ সালকে বরণ করে নেয়। জমকালো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে। স্থানীয় কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজির আয়োজন করে। পাশাপাশি, সাধারণ মানুষও ব্যক্তিগতভাবে নিজেদের মতো করে আতশবাজি প্রদর্শন করে পুরো দেশজুড়ে। হেলসিংকিতে কানসালাইস্তোরি স্কোয়ারে -এ উদযাপন হয়, যেখানে আতশবাজি এবং জনপ্রিয় শিল্পী মিরেলা এবং উইন্ডোজ৯৫ম্যান-এর কনসার্টের আয়োজন করা হয়। এসব উৎসবের কারণে রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত এলাকাটিতে যানচলাচল ব্যাহত হয়। তবে, অনেক শহর পরিবেশগত বিষয়, শব্দদূষণ এবং খরচ কমানোর উদ্দেশ্যে আতশবাজি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নদী, হ্রদ এবং অন্যান্য নিরিবিলি স্থানে ভিড় জমায় ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে স্বাগত জানানোর জন্য।
এদিকে, উৎসবে অংশ নেওয়া মানুষজনকে বিভিন্ন জনপ্রিয় ফিনিশ শিল্পী এবং অন্যান্য পরিবেশনার মাধ্যমে রাতভর বিনোদন দেওয়া হয়। গভীর রাতেও নাগরীকদের সুবিধায় গণপরিবহন চালু থাকে।
সব সরকারি, আধা-সরকারি এবং বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে জরুরী সেবা, কিছু শপিং মল এবং মুদি দোকান খোলা থাকবে ।##
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew