IMG-LOGO

শনিবার, ৪ঠা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রজব ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের উত্তর অঞ্চলে আগামী পাঁচ দিনে বৃষ্টি হতে পারেএইচডিইউতে অভিনেতা প্রবীর মিত্রইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্ররাণীনগরে ছাত্রলীগ নেতা গ্রেফতাররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে অটোভ্যানের দাপটে বিপাকে সাধারণ মানুষনাচোলে খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতসমাজে চাঁদাবাজি-ঘুষখোর থাকবে না : জামায়াতের আমীর ডা.শফিকুর রহমাননন্দীগ্রামে প্রবাসীর স্ত্রী খুনধামইরহাটে আদিবাসীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনধামইরহাটে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণনাচোলে মাদরাসায় দাতা সদস্য সংগ্রহ ও আদায় অনুষ্ঠিতনওগাঁয় শীতার্ত শিক্ষার্থীদের শীতবস্ত্র দিলেন ডিসি মোহাম্মদ আব্দুল আওয়ালবিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধারআওয়ামীলীগ নেতাকে দুর্বৃত্তদের হামলাপোরশায় ইমারত শ্রমিক সদস্যদের পরিচায়পত্র বিতরণ ও আলোচনা সভা
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা, লেবানন ও ইয়েমেনের বিরুদ্ধে নিজেদের মিত্রের সহায়তা করতে ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে।

দুটি সূত্রের বরাত দিয়ে গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে, তার মধ্যে যুদ্ধবিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে। এ ছাড়া তালিকায় রয়েছে গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।

অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়্যারহেড রয়েছে। তবে এই বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও এনিয়ে কোনো সাড়া মেলেনি।

মার্কিন একজন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, প্রেসিডেন্ট (বাইডেন) পরিষ্কার করে বলেছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে।

এদিকে গত বছরের অগাস্টে ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান ও অন্যন্য সামরিক উপকরণ বিক্রির জন্য দুই হাজার কোটি ডলারের একটি চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। তৎকালীন বাইডেন প্রশাসন বলেছে, এসব অস্ত্র বিক্রির মাধ্যমে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের মতো ইরান সমর্থিত ‘জঙ্গি’ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিজেদের মিত্রের আত্মরক্ষায় সহায়তা করতে তারা।

বিশ্বজুড়ে সমালোচনার মুখেও ওয়াশিংটন চলতি যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। প্রায় ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনি ছিটমহলটির ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন আর সেখানে প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। ছোট্ট এ ভূখণ্ডটিতে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ উঠলেও দেশটি তা অস্বীকার করেছে।

ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর ভিটো দিয়ে তা নাকচ করে দিয়েছে।

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি ডেমোক্র্যাট বাইডেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন আর নবনির্বাচিত ডনাল্ড ট্রাম্প এ দিনটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। দুই প্রেসিডেন্ট পরস্পর বিরোধী দুই দলের হলেও তারা উভয়ের ইসরায়েলের কট্টর সমর্থক।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news