ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে মার্কিন কংগ্রেসের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছেন দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। ওই কর্মকর্তা হচ্ছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আফগানিস্তান পুনর্গঠন বিষয়ক বিশেষ পরিদর্শক জন সোপকো। মঙ্গলবার তিনি বলেছেন, আফগান সরকার ও তালেবানের সঙ্গে শান্তি চুক্তি ছাড়া মার্কিন সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে একটি বিপর্যয়। আলজাজিরা।
প্রতিনিধি পরিষদের একটি কমিটিকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তা ছাড়া আফগানিস্তানের বর্তমান সরকারের পতন ঘটবে। জন সোপকো বলেন, আফগানিস্তান সরকার কয়েক মাসের মধ্যে সম্ভবত যে কোনও বিমান উড়ানোর সামর্থ্য হারিয়ে ফেলবে। এক পর্যায়ে হয়তো তাদের পতন ঘটবে। আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার কয়েক দিন আগে এমন মন্তব্য করলেন জন সোপকো।
এদিকে আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়াও আগ্রহ দেখাচ্ছে। ১৮ মার্চ রাশিয়ার মধ্যস্থতায় মস্কোয় আফগান শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে। কাতারও এতে অংশ নেবে বলে জানিয়েছে। কাতারের বিশেষ দূত মুতলাক আলকাহতানি জানান, মস্কোতে বৃহস্পতিবারের বৈঠকটি গত বছর ফেব্রুয়ারিতে দোহায় স্বাক্ষরিত ঐতিহাসিক যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তির ভিত্তিতে হবে।