ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী নতুন করোনাভাইরাস আবির্ভূত হওয়ার পর একদিনে আর কখনোই এর চেয়ে বেশি রোগী পাওয়া যায়নি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার যে রেকর্ড ৩ লাখ ৩৮ হাজার ৭৭৯ রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে ভারতেই মিলেছে ৭৮ হাজার ৫২৪ জন। এরপর আছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।
দেশদুটিতে ২৪ ঘণ্টায় যথাক্রমে ৪১ হাজার ৯০৬ ও ৩৮ হাজার ৯০৪ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
দৈনিক শনাক্তে মাসখানেকেরও বেশি সময় ধরে শীর্ষে থাকা ভারতে অবশ্য সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণের হার কমতে দেখা যাচ্ছে।
বিশ্বে এর আগে ২ অক্টোবর একদিনে ৩ লাখ ৩০ হাজার ৩৪০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল।
বৃহস্পতিবার বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাসে আরও ৫ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত এ ভাইরাস বিশ্বের ১০ লাখ ৬০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।