ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের কুলগামে স্থানীয় ৩ বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। জঙ্গিরা ওয়াইকে পোরা এলাকায় তাদের ওপর হামলা চালায় বলে জানা গেছে।
সন্ত্রাসী হামলায় নিহত স্থানীয় তিন বিজিবি নেতা হলেন- ফিদা হুসেন ইয়াট্টুস, উমের রশিদ বেগ ও উমের রমজান হাজাম।
স্থানীয় পুলিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার কিছু আগে ওয়াইকে পোরা এলাকায় ৩ বিজেপি নেতার উপরে হামলা করে সন্ত্রাসবাদীরা। ঘটনার পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় লিখেছেন, নিহতরা জম্মু-কাশ্মীরে দারুণ কাজ করছিলেন। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আত্মার শান্তি কামনা করছি।
অন্যদিকে, এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তিনি একক টুইট বার্তায় বলেন, কুলগাম থেকে ভয়ঙ্কর খবর পেলাম। ৩ বিজেপি নেতার উপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি।
ঘটনায় খুনের মামলা দায়ের করেছে পুলিস। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।