ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রিটিশ পারফরমিং আর্টস স্কুলকে সংক্ষেপে ব্রিট স্কুল নামে চেনেন ব্রিটেনবাসী। সেই বিখ্যাত স্কুল থেকে গ্র্যাজুয়েশন করা বিশেষ প্রতিভা সম্পন্ন মেয়েটি তো বিখ্যাত হবে এবং প্রতিভার মিশেলে সেটিই হওয়া স্বাভাবিক! হয়েছেও তাই।
কালের পরিক্রমায় ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১১ বছর পাশ্চাত্য সঙ্গীতের দুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছেন অ্যাডেলে লরেন ব্লু অ্যাডকিন্স।
কিন্তু হঠাৎই যেন ক্যারিয়ারে ছন্দপতন। সেই ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি ৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সবশেষ জনসম্মুখে দেখা দিয়েছিলেন তিনি। সাড়ে তিন বছরেরও বেশি সময় পর টেলিভিশনের পর্দায় ফিরলেন ব্রিটিশ এ গায়িকা ও গীতিকার।
উপস্থাপক হিসেবে দর্শকদের সামনে এসেছেন এবার। এমন কাজ- এটিই তার জন্য প্রথম। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’ উপস্থাপনা করেছেন তিনি।
তবে দীর্ঘ বিরতির ধকলটা ভালোই সামাল দিয়েছেন তিনি। শরীরের ওজন নিয়ে বেশ চিন্তিত ছিলেন। সম্প্রতি ওজন কমিয়ে তিনি যেন হয়ে উঠেছেন রীতিমতো টিনএজার।
৩২ বছর বয়সী এ তারকা বলেন, ‘আমি জানি, আপনারা আমাকে শেষবার যেমন দেখেছিলেন; এখন আমাকে সত্যিই ভিন্ন রকম লাগছে।’ মজা করে তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কোভিড-১৯ বিধি-নিষেধের কারণে বেশি ওজন রাখা সম্ভব হয়নি। এ কারণে আমার অর্ধেকটা কেবল আনতে পেরেছি!’
‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে একই সঙ্গে গান করা ও উপস্থাপনা নিয়ে কিছুটা ভয় কাজ করেছিল তার মধ্যে। তিনি বলেন, ‘লাইভে বরাবরই নার্ভাস থাকি। এবারও ব্যতিক্রম হয়নি। তবে অনুষ্ঠানটি উপস্থাপনা করতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত।’ অনুষ্ঠানটি করোনাভাইরাস মহামারীতে সম্মুখযোদ্ধাদের উৎসর্গ করেছেন অ্যাডেলে। সামাজিক দূরত্ব বজায় রেখে এ আয়োজনে ছিলেন আমন্ত্রিত কিছু দর্শক।
তারা করতালিতে গ্র্যামিজয়ী কণ্ঠশিল্পীকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের একটি অংশে বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য ব্যাচেলর’-এর হাস্যরসধর্মী সংস্করণে দেখা যায়, প্রেমিকের খোঁজে প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন অ্যাডেলে। এতে নিজের বিখ্যাত গান ‘রোলিং ইন দ্য ডিপ’, ‘হ্যালো’, ‘সেট ফায়ার টু দ্য রেইন’ ও ‘সামওয়ান লাইক ইউ’ পরিবেশন করেন। এর ফাঁকে কথায় কথায় নিজের তিনটি একক অ্যালবাম ‘নাইনটিন’, ‘টোয়েন্টি ওয়ান’ এবং ‘টোয়েন্টি ফাইভ’-এর নাম উল্লেখ করতে ভুল করেননি।
পাঁচ বছর আগে বেরিয়েছিল অ্যাডেলের সবশেষ একক অ্যালবাম ‘টুয়েন্টি ফাইভ’। নতুন অ্যালবামের কাজ এখনও চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে ভক্তদের উপহার দেয়ার আশা প্রকাশ করেন তিনি।