ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে।
শুক্রবার বিকাল থেকে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে বেলভিউ হাসপাতালের আইটিইউ বা ইনটেনসিভ থেরাপি ইউনিটের কেবিনে।
গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত সৌমিত্রকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধ ও বৃহস্পতিবার ভালোই ছিল তার অবস্থা। তার রয়েছে ক্যানসার, সিওপিডি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। তার ওপরে করোনা পজিটিভ।
ফলে কোনো ঝুঁকি না নিয়েই গতকালই তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ নিয়ে তাকে সুচিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় আইটিইউতে। সেখানে তাকে দেয়া হচ্ছে অক্সিজেন।
গত কয়েক মাস শুটিং বন্ধ ছিল টালিউডে। নিয়মবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন।