ধূমকেতু নিউজ ডেস্ক : শাহরুখ পুত্র আরিয়ান খান মাদক পার্টি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) তাকে আদালতে তোলা হলেও জামিন মেলেনি। আগামীকাল ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ডে থাকতে হবে এই তারকা সন্তানকে। এদিন আরিয়ানকে কোর্টে তোলা হলেই বোঝা যাবে তার জামিন মিলবে নাকি মিলবে না।
আদরের সন্তান আটকের পর থেকেই দুশ্চিন্তায় আছেন শাহরুখ খান। এখন পর্যন্ত এ বিষয়ে কথা বলেননি তিনি ছেলে মুক্ত হওয়ার আগে কোনো সিনেমার শুটিং করবেন না বলে জানিয়েছেন।
জানা গেছে, মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারের পরই নিজের সমস্ত শুটিং বাতিল করেন শাহরুখ খান। আপাতত ছেলেকে এনসিবির হেফাজত থেকে বাড়ি ফেরানোই তার মুখ্য উদ্দেশ্য। এমতাবস্থায় দেশ ছাড়তে চান না অভিনেতা।
সেকারণেই প্রযোজনা সংস্থার কাছে স্পেনের শুটিং শিডিউল বাতিলের অনুরোধ জানান। সেই মতোই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আপাতত স্থগিত রাখা হচ্ছে স্পেনের শুটিং পর্ব।