ধূমকেতু প্রতিবেদক, জাহিদ হাসান সাব্বির : মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ধর্মপ্রাণ মুসল্লির জন্য বিশেষ উপহার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ইতিমধ্যে উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে ৫০টি মডেল মসজিদ। চলতি মাসের যে কোন দিন উদ্বোধন হতে পারে এই মডেল মসজিদ গুলো।
রাজশাহী পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সামনে এই প্রকল্পের আওতায় তৈরী হচ্ছে এই মসজিদটি। ৪৪ শতক জায়গার উপর নির্মিত হচ্ছে মসজিদটি। তিন তলা বিশিষ্ট এবং ৯০০জন ধারন ক্ষমতা সম্পন্ন এই মডেল মসজিদটির নির্মান কাজ প্রায় ৯৫ভাগ শেষ,মসজিদটির নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১১ কোটি ৩৭ লক্ষ টাকা । মসজিদটিতে পুরুষ, মহিলা ও প্রতিবন্ধিদের পৃথক নামাযের ব্যবস্থা, ইসলামিক রির্সাচ সেন্টার, ইসলামিক পাঠাগার, পার্কিং স্পেস সহ মুসল্লিদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়ার জন্য ক্লোজসার্কিট ক্যামেরা থাকছে বলে ধূমকেতু প্রতিবেদককে জানান প্রকল্পটির ইঞ্জিনিয়ারিং ইনর্চাজ – মো: মোকলেসুর রহমান।
উল্লেখ্য, আওয়ামীলীগের ২০১৪সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নতমানের মসজিদ নির্মানের প্রতিশ্রæতি ছিল। সে প্রতিশ্রæতি বাস্তবায়নের লক্ষ্যে সরকারি অর্থায়নে মসজিদ গুলো নির্মিত হচ্ছে। এই প্রকল্পের মোট ব্যায় ধরা হয়েছে ৮হাজার ৭২২ কোটি টাকা। পদ্মা সেতুর পর এটিই দ্বিতীয় বৃহত্তম প্রকল্প যা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ২০১৮সালের ৫এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এরপর শুরু হয় নির্মান কাজ। চলতি বছর মার্চ মাসে উদ্বোধনের কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়।